পাড়া পড়শি আমারে পাগল বলে
কথা শুইনা অঙ্গে আগুন জ্বলে
দয়া করে কেউ মোরে
বউ পাগলা কইলে ভালো লাগে
বউ পাগলা কইলে মজা লাগে ।।


ঝুমকা পইরা ঘাড় নাড়াইয়া চলে যে সুন্দরী
এই না রূপের বাহার দেইখা মাথা ঘুইরা পড়ি
হায়রে সোনার অঙ্গে ঝিলিক লাগায় পাছা পাইড়া শাড়ি
জোয়ান কালে এই সব দেইখা সইতে কি আর পারি
আমায় পিরিতেরই বড়ি খাওয়াইয়া
নিলো চিরতরে বশ করিয়া
এখন তোরে দেখলে পরে
আঁচল ধইরা থাকতে ইচ্ছা করে ।।


বিয়া নাকি দিল্লির লাড্ডু খাইলে পস্তায় সবে
আমি হইলাম ভাগ্যবান এই ইস্তিরির গৌরবে
তুই যে আমার গরমের পাখা, শীতের দিনের কাঁথা
ভাঙা ঘরে তুই যে আলো, রোইদে মাথার ছাতা
আমি তোরে পাইয়া সব ছাড়িলাম
হায়রে দুনিয়াদারি ভুইলা গেলাম
দেখলাম ওরে চিন্তা করে
বিয়া কেনো করি নাই আরো আগে ।।