অশ্রু রেখায় এঁকোনা বন্ধু
বিদায়ের তিথিটিরে
কি হবে বলো না বুকে বেঁধে রেখে
মিলনেরও স্মৃতিটিরে ।।
নিরালা রাতেরো অবসরে
কতো তারা ওগো একে একে ঝরে
শ্রাবনেরো কেকা পারি কি রাখিতে
ফাগুনেরো গীতিটিরে ।।
ফুরালে প্রাণেরো মধু মেলা
বাঁশি বেজে বেজে হয় একেলা
স্বরলিপি তার থাকে না বন্ধু
বাতাসেরও নীড়ে নীড়ে ।।