ওরে মায়ের চেয়ে বড় কেহ
নাই যে দুনিয়ায়
মায়ের নাম মুখে নিলেই
শান্তি পাওয়া যায় ।।


দশমাস দশদিন ধরে
পেটে রাখে সন্তানেরে
মা বড়ই যতন করে
বটবৃক্ষের ছায়া যেমন
তোমার স্নেহ লাগে যেমন
সুখে দুখে কাছে পেলে
পরাণ যে জুড়ায় ।।


সন্তান যেথায় থাকে যেমন
ভালো মন্দ কিছু হলে
হায়রে জানে মায়ের মন
বাঁধা আছো রক্তের ডোরে
খবর নিলে বিনা তারে
তাই তো মায়ের পায়ের নিচে
বেহেশত লুটায় ।।