অন্ধকারে জ্বলে পুড়ে কতো যে মূল্য দিলাম
তবু, লোকে বলে আমাকে রশ্মি আমার নাম ।।
ওরা বলে আমি সঙ্গিনী
রঙ্গ পুরের রঙ্গিনী
আসলে তো আমি বন্দিনী
এতো সাধি তবু একাকিনী
জানিনা কবে নূপুর ভেবে
পায়ে শিকল বেঁধেছিলাম ।।
বন্ধু থাকো সাবধানে
ফাঁদ পাতা আছে এইখানে
মুখোশে ঢাকা মুখগুলো
চায় দিতে শুধু চোখে ধুলো
অনেক ধুকে চিনেছি ঠকে
তাই তো তোমায় বলে দিলাম ।।