ওগো মনোমিতা কিছু বলো আজ
ঐ ভীরু ভীরু চোখে কেন এতো লাজ ।।
রিনিঝিনি মনো বীণা বাজে
এ লগনে এই মন রঙে রঙে সাজে
ফুলে ফুলে অলি কতো কথা বলে
তুমি শুধু দুটি কথা বলো আজ ।।
ঝিরিঝিরি বাতাসেরও তানে
বারে বারে ডাকে ঐ মধুমিতা নামে
আহা কীযে হলো ওগো তুমি বলো
এ ফাগুনে বনে বনে একি সাজ ।।
বড় একা একা যেন লাগে
অভিমানী এতো মান বুঝিনি তো আগে
বেলা বয়ে গেল পাখি ফিরে এলো
একি মায়া ডোরে বাজে রাঙা সাজ ।।