নূপুর যখন বাজে তালে
লোকে তারে নাচ বলে
আগুন যখন মনে জ্বলে
লোকে তখন কীযে বলে ।।


এইখানে জ্বলে ঝাঁড়ের বাতি
ফুল হয়ে ফোটে হেথা নেশার রাতি
এই ফুল জানি ঝরে যাবে নেশা ফুরালে
চোখের কাজল মুছে গেলে
লোকে তারে কান্না বলে
সুখের কপাল ভেঙে গেলে
লোকে তখন কীযে বলে ।।


এইখানে ভাসে ধূপেরই সৌরভ
পুড়ে যায় নিয়ে শুধু প্রেমেরই গৌরব
এই প্রেম আমার হারাবে না কোনো কালে
কাছের মানুষ দূরে গেলে
লোকে তারে দুখী বলে
দূরের মানুষ কাছে এলে
মনের মানুষ তারে বলে ।।