নয়নে নয়ন রেখেছো যখন
কীযে করি ভেবে মরি সারা লগন
আহা মানে না তো মন
হায় মানে না তো মন ।।
আকুল কামনা গুলো উঠে যে দুলে
নতুন সুরভী জাগে প্রেমের ফুলে
বুঝিনি তো আগে এতো ভালো লাগে
নিজেরে হারাতে ওগো যখন তখন ।।
খুশির জোয়ারে ভাসে উন্মনা মন
আমায় যে করে শুধু স্বপ্নে মগন
তুমি আমি আছি কতো কাছাকাছি
তারই অনুরাগে ঘরে রাখোনি সুজন ।।