নদীরে কতো রঙ্গ দেখালি আমায়
সারাজীবন বাইলাম তরী
নিলি না কিনারায় রে ।।


দেখলাম কতো জোয়ার ভাটা
দেখলাম ঝড় বাদল
চোখের জলে নোনা করলাম
এই নদীরই জল
কূলের আশায় আকুল হইয়া
রইলাম রে দুরাশায় ।।


কতো জনায় আপন কইরা
নিজেই হইলাম পর
কোনো ঘাটেই হয়না বাঁধা
মনেরই নোঙর
তবু আমি পইরা রইলাম
কিসেরই ভরসায় ।।