নদীর কিনারে কোয়েল বলেরে
তার সাথে দোলে আমার মনুয়ারে
আসমানের ছায়ে সুন্দর এ গাঁয়ে
আসবে যেনো মোরা মিতুয়ারে ।।


অঙ্গে অঙ্গে আমার উঠেছে সুর
দিয়াসমে যেমন নাচে ময়ূর
চোখের পলকে খুশির ঝলকে
খসে খসে পড়ে আমার বিন্দিয়া রে ।।


কচি পাতার মতো কচি বয়স
যাওয়ানির রং আমায় করলো বেহুঁশ
তারই লাগিয়া নিশি জাগিয়া
ফুলে ফুলে গেছি আমি নিন্দিয়া রে ।।