নীড়ে ফেরা পাখি বলে
আকাশটা নয় গো ভালো
অন্ধ এই আঁখি বলে
দাও আলো দাও আলো দাও আলো ।।
আমার কোথায় বলো দাঁড়াবার ঠাঁই
সাঁঝের প্রান্তরার পথ চলা নাই
আকাশটা ছিল তাও মেঘে হলো কালো
মেঘে মেঘে হলো কালো ।।
মনে হয় ফিরে যাই রুদ্ধ তোমার দ্বার খুলবে না
মনের এ মালঞ্চে একটি কনক চাঁপা দুলবে না ।
আমার আবার দেখি ছেঁড়া পাখনায়
এতো রিক্ত শুধু হাতে রাখা দায়
বলবো না তবু আমি মনের দ্বীপ জ্বালো
মনে দ্বীপ জ্বালো জ্বালো ।।