না হয় আজকে কিছুক্ষণ মন দিয়ে পড়লে
ডিগ্রী তো মেলে না, ডিগ্রী মেলে না এতো সহজে
পড়াশোনা নাহি যদি করলে ।।
মাইনে ছাড়াই আমি করি যে মাস্টারি
মনের কথা তবু বুঝাতে কি পারি
একটু হাসি দিয়ে পড়ার বইটি নিয়ে
লক্ষ্মী হয়ে বসো না ।।
গোমড়া মুখে কেন এমনি বসে রবে
নাই বা যদি পড়ো গল্প করো তবে
আমিও বলবো কিছু, তুমিও বলবে কিছু
নিরব হয়ে থেকো না ।।