মুক্তো সে নয় মানিক সে নয়
বলছে আমার মন
সাতটি রাজার ধনের চেয়েও
সে যে অধিক ধন ।।
সাত সাগরে ভাসিয়ে দিয়ে
সোনার ডিঙা খানি
কুড়িয়ে পেলাম অনেক সাধের
আমার চোখের মণি
কানায় কানায় ভরে গেলো
আমার এ জীবন ।।
সাত মহলা নেই কো তবু
আমার ছোট ঘরে
সোহাগ দিয়ে সারাজীবন
রাখবো তারে ধরে
সোনার আলোয় উজল রবে
আমার এ নয়ন ।।