মৃগের ওই কস্তুরীর গন্ধ নিলেম অঙ্গ ভরে
নয়নের নীলাঞ্জনের আশটি কষি
আমি আজ ব্যাকুল হলেম গো ।।
বাতাসের আঘাত লেগে দোর যে খুলে যায়
কপোতীর হৃদয় তাতে ব্যাকুল হতে চায়
বুঝিনি কার সে মনের পান্না দ্বীপের সন্ধানে
আমি আজ হারিয়ে গেলেম গো ।।
মন বলে সে অনেক কালের চেনা
চিরদিনের ভালোবাসায় কেনা ।
ঘরের ওই পিদিম শিখায় কাঁপন লেগে যায়
এ তনু জড়িয়ে গেল মধুর লজ্জায়
বুঝিনি কোন সুদূরের বন্ধু দ্বারের প্রাণটি মোর
আমি আজ খুঁজে পেলেম গো ।।