মনকে বুঝাই কেমন করে
বৈদেশ যাইবা ছাইড়া আমারে
ক্যামনে রবো তুমি বিহনে
মন বসেনা একলা আমার ঘরে ।
কয়দিন থাকো ধৈর্য ধরে
তাড়াতাড়ি আসবো দেশে ফিরে
সোনাই ছাড়া আমি যেথা যাই
মন প্রাণ থাকবে তোমার তরে ।।


গ্রাম ছাইড়া বিদেশেতে যাইয়া
যদি থাকো আমারে ভুলিয়া
জান দিমু ওই নদীর জলে
চিঠিপত্র না দিলে আমারে ।
এমন সুন্দর মুখ ঘরে রাইখা
ক্যামনে বন্ধু থাকি যে ভুলিয়া
তোমার কথা পড়িলে মনে
চিঠি লিখতে বসিবো তোমারে ।।


মন বলে যদি পাখি হইতাম
তোমার সনে উইড়া উইড়া যাইতাম
দুঃখ সুখের যতো কথা
কইতাম তোমায় পাখির সুরে ।
দোয়া করি সদা ভালো থাইকো
আমার কথা বন্ধু মনে রাইখো
দিন যাইবো চোখের পলকে
রোজগার কইরা আসবো দেশে ফিরে ।।