মনে পড়ে তুমি এসেছো সেদিন
মায়াময় দুটি নয়নে
মনে নেই চাঁদ ছিলো কি ছিলো না
রুপালী মেঘের শয়নে ।।


অনেক বকুল সেদিন ঝরেছে
এ মন সাগর দোলায় পরেছে
কতো না যতনে সেধেছো সেদিন
কবরী কসুম চয়নে ।।


হয়তো বলেছো বাতাসের কানে কানে
আমি যে মুগ্ধ তোমারই গানে ।


আকাশ তখন দ্বীপালী জ্বেলেছে
মালতী সুরভী হাওয়ায় ঢেলেছে
কতো না আবেশে ভরেছে এ মন
দিয়েছো স্বপন নয়নে ।।