মন যারে কাছে পেতে চায়
ছায়া হয়ে হারিয়ে সে যায়
যারে নিয়ে সারাক্ষণ, স্বপ্নে বিভোর মন
জানিনা সে কতো দূরে থাকে কোথায় ।।


পথ চেয়ে আমি তারই
প্রহর শুধু গুনছি
তুমি কি সেই তুমি যারে আমি
শুধু ভাবছি কেবল ভাবছি
কেনো কাছে আসো না
আরো ভালোবাসো না
চোখে চোখে ধরে তুমি রেখো আমায় ।।