মানিকগঞ্জের বড় মিয়া
আতর মাখা রুমাল নিয়া
গান শুনিতে নাচ দেখিতে
এলো সাজিয়া ।।


দুনিয়া ঘোরে টাকার পিছে
ভালোবাসা হলো মিছে
সেই জামানা বদলে গেছে
মন পাবে না কারো কাছে
শুধু গাইবো রে আমি গাইবো রে
শুধু নাচবো রে আমি নাচবো রে
কোমর দোলাইয়া ।।


এই গোলাপ কলির কি দাম আছে
অন্ধকারে যে ফুটেছে
সবারই মন রঙিন করে
ঝরে যাবো দু'দিন পরে
তবু হাসবো রে আমি হাসবো রে
আলো জ্বালবো রে আমি জ্বালবো রে
নিজেরে পোড়াইয়া ।।