মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে
মামা, ভাইগ্না
আরে, মামা ভাইগ্নার গুনের কথা
জানে সবাই জানে ।।
বিএ এমএ পাশ করে কিছুই হবে না
ঘুরে ঘুরে মরতে হবে চাকরি পাবে না
যখন যেথায় যাও, যতো লাইন লাগাও
মোটাসোটা দেখে একজন মামা খুঁজে নাও
আরে, সকল মুশকিল আসান হবে মামার কারণে ।।
বাড়ি গাড়ি টাকা কড়ি যে মামাদের নাই
পয়সাওয়ালা দেখে একটা ভাইগ্না তাদের চাই
ভাইগ্না বিহীন চলে না তো দিন
উপরি সুপরি না পেলে কি জীবন হয় রঙিন
আরে, মামা ভাইগ্না জিন্দাবাদ বলি দু'জনে ।।