কুংফু ক্যারাটে জুডু খেলাতে মেয়েদের মানায় না
ছেলেদের পোশাকে আজব ঢঙেতে রূপসী দেখায় না
আরো ভালো হতো কতো যে মানাতো
হতে যদি গাঁয়ের বধূ পড়ে তাঁতের শাড়ি ।।
নাকে নোলক কাঁখে কলস যেতে গাঙের ঘাটে
উড়িয়ে আঁচল মেঘের মতো ধান সবুজের মাঠে রে
ধান সবুজের মাঠে
মনের মানুষ আসবে জানি সেই না পন্থ দিয়া
ইশারাতে বলবে কথা মুখে হাসি নিয়া রে
মুখে হাসি নিয়া
চোখে মুখে রঙ মেখে সং সাজে এ কেমন বাঙালি
আধুনিক হতে ডিসকো ফ্যাশানে হয়ে গেছে কাঙালি
তার চেয়ে ভালো হতো কতো যে মানাতো
ঘোমটা দিয়ে বউ হয়ে গেলে শশুরবাড়ি ।।
ধান ভানি চাল কুটি ঢেঁকিতে পার দিয়া
আশায় আশায় চেয়ে থাকি বন্ধুর লাগিয়া রে
বন্ধুর লাগিয়া
ডাকবে যখন আসবো তখন চিন্তার কিছুই নাই
সারাজীবন এমনি করে যেন কাছে পাই রে
যেন কাছে পাই
বাংলার মাটিতে কথা আর কাজেতে চাই যে বাঙালি পনা
চাইনিজ ইংলিশ বিদেশি খাবারে মন তো ভরে না
কী মজা মাছে ভাতে ভূনা খিচুড়িতে
কতো যে ভালো লাগে বোঝাতে না পারি ।।