কতদিন দেখিনি তোমারে ও বন্ধু
কতদিন দেখিনি তোমারে
একবার আসো কাছে দেখি নয়ন ভরে ।।
তোমার আমার মাঝে এখনঅনেক অনেক দূর
তোমায় তবু খোঁজে আমার একতারারই সুর
এই জনমে নাই বা পেলাম তোমায় আপন করে ।।
কোথায় আছো কেমন আছো দরদিনী মা
তোমায় ছাড়া কিছুই আমার ভালো লাগে না
তোমার কথা মনে হলে চোখের পানি ঝরে ।।
ভাই বড় ধন রক্তের বাঁধন ছিন্ন হবার নয়
চেনা মানুষ তবু আবার অচিন কেনো হয়
ভাইয়ের মতো আপন জনা কে আছে সংসারে ।।