কতো ভ্রমর আইলো গেলো
ফুলের মধু পাইলো না
কতো পাগল বুইড়া ছাগল
ভন্ড সাধু দিওয়ানা ।।
বাপেরই নাম আসে মুখে ফান্দে পড়িয়া
বগা কান্দে লুটাইয়া
পরের ধানে মই দিয়া আনলি রসিয়া
নিজের বিপদ ডাকিয়া
ও তোর আমও গেলো ছালাও গেলো
হইলি আমার হাতের খেলনা ।।
মায়েরই নাম নোংরা মুখে লাগে না ভালো
ও যার অন্তরে কালো
নারী যতোই অবলা হোক সতী যদি হয়
ও তার নাইরে কোনো ভয়
এখন ছাইড়া দে মা কাইন্দা বাঁচি রে
ডাকবি যতো উপায় পাবি না ।।