কথা দাও সেই কথা
যে কথায় নদী ছোটে সাগর পানে
অলি জোটে ফুলের ঘ্রাণে
কথা দাও কথা ।।
কখন অজান্তে মনের একান্তে
আমি ভালোবেসেছি
তোমার কাছে এসেছি
কথা দাও ভুলবে না কভু কোনোদিন ।।
সুদূর নীলান্তে পাহাড় বনান্তে
তোমারই ছায়া দেখেছি
হৃদয়ে ধরে রেখেছি
কথা দাও সাথী যেন রই চিরদিন ।।