কবিতা না না সেতো নয়
তোমার মালঞ্চে আমি নই মধুকর
গল্প না না সেও নয়
জানি গো তোমার নেই তরও অবসর ।।


তার চেয়ে বলো আমি পত্র লেখা
কোথায় কখন কবে হয়েছে দেখা
তাই নিয়ে সাজিয়েছো কিছুটা আখর


জলে ভেজা দুটি চোখে কাজলের রেখা টেনে
নিজের কাছে পরাজয় গেছি মেনে ।


বন্ধ হলো গো মনে অন্ধ অলি
তোমায় সে কথা কি করে বলি
কথার দু'চোখ মেলে রাখে এই অন্তর ।।