কিছু বলতে আমার বড় সাধ হয়
তবু বলতে গেলেই লাগে ভয়
যারে ভালোবাসো তুমি জানো না তো
কে সে কি পরিচয় ।।


বসন্তে ফুল ফোটে ভ্রমরায় তোলে গুঞ্জন
কি কথা ভেবে যেন মনটা হয় উন্মন
সমুখে যখন চাই যেতে যেতে থেমে যাই
পিছু ডাকে কীযে সংশয় ।।


মনে হয় ধরে রাখি তবু সেই সাধ্য কোথায়
স্বপ্নের এই যে পাখি ফাঁকি দিয়ে যদি উড়ে যায়
আড়ালে থেকেই তাই ভালোবেসে যেতে চাই
এ জীবনে এই সঞ্চয় ।।