কী যে ভালো লাগে এই রাতের আকাশ
দোলা দিয়ে যায় মনে মর্মি বাতাস ।।
যার পানে ফিরে চাই কী যে ভালো লাগে
এ রাত জীবনে যেন আসেনি তো আগে
দুটি হিয়া দেখে যাই মায়াবী আভাস ।।
বাঁশি ওগো ডেকে যায় পিয়া পিয়া সুরে
মিলন স্বপ্ন জাগে এ হৃদয় জুড়ে
দ্বারে যেন এলো আজ কোন মধুমাস ।।