কে যেন আজ আমার চোখে
নতুন আলো দুলিয়ে দিলো
চলার পথের ক্লান্তি গুলো
কে যেন আজ ভুলিয়ে দিলো ।।


আমার গানের মণিহারে
সাজিয়ে দিতে চাই যে তারে
সেই তো প্রথম সুরের পরশ
আমার প্রাণে দুলিয়ে দিলো ।।


হঠাৎ পাওয়া একটু খুশি যেন
ভরিয়ে দিলো মন
জানিনা কখন ।


মুগ্ধ প্রাণের অভিসারে
সেই কি এলো পাইনি যারে
নিরব নিঝুম অন্ধকারে
প্রেমের প্রদীপ জ্বালিয়ে দিলো ।।