কাগজের ফুল আমি গন্ধ কোথায় বলো পাবো
আমি নিজের হাসিটুকু তোমাকে দিয়ে
শুধু তোমারই চোখের পানি নেবো ।।


শানাই বেজে বেজে শেষ হয়ে যাবে
দুঃখের রাত জানি কখনো পোহাবে
বেনারসী শাড়ি দিয়ে সাজাবি না কেউ মোরে
মনে মনে তবু বধূ হবো ।।


কুসুম ঝরে ঝরে শুকিয়ে যাবে
তাই বলে ফাগুন কভু কি ফুরাবে
ঘরের বাঁধন যদি কেউ মোরে নাই দিলো
তবু আমি ঘরনি যে হবো ।।