যতো কালো হোক ওই দুটি চোখ
জানিনা কেমন করে ভুলবো
জানিনা আবার কবে দ্বি'জনেতে দেখা হবে
জীবন দোলায় মোরা দুলবো ।।
প্রাণেরো আবীরে রেঙে ফুটবে কি পদ্ম
দু'জনের ভাবনায় দোল মেলে সদ্য
কখন আবার ফিরে আসবে গোধূলি ক্ষণ
কখন পথের কাঁটা তুলবো ।।
কখন ভাসাবো তরী দু'জনে আবার
কখন লগ্ন পাবো হারিয়ে যাবার ।
গানেরো বীণায় ফিরে আসবে কি ছন্দ
বাতাস কুড়াবে কি গো মাধবীর গন্ধ
কখন বিজন ফিরে লাগবে মায়াবী ঢেউ
কখন প্রাণের দ্বার খুলবো ।।