যখন তুমি দুঃখ পাবে
আমার কাছে চলে এসো
আমার দুয়ার খোলা ছিলো
চিরদিনই খোলা রবে ।।
যখন তখন ওমুখ দেখে
আয়নাতে ভয় পাবে
যখন তোমার দু'চোখ থেকে
রংধনু মুছে যাবে
তোমার ছবি মনে ছিলো
চিরদিনই মনে রবে ।।
যখন তোমার চলার পথে
চলতে যে বাঁধা পাবে
যখন তোমার দৃষ্টি থেকে
সব আলো নিভে যাবে
আমার কাছে চলে এসো
আমার প্রদীপ জ্বালা ছিলো
চিরদিনই জ্বলে রবে ।।