যখন ছিলেম একেলা কাটতো না যে এই বেলা
এখন আমার একি হলো
সারাদিন এতো কাজ দু'চোখে এতো লাজ
বুঝি না খেয়ালের এ কোন খেলা ।।
হৃদয়ে আমার লুকানো ছিলো
একটি ছোট্ট আশার কুঁড়ি
সহসা কখন হলো যে এমন
নবীন খোলা মঞ্জুরি
এলো কি তাই জীবনে আমার
গান শোনাবার পালা ।।
তুমি কি সেই তুমি?
অনেক বসন্তের জাল বুনে
আমি যারে পেলাম ওগো
অনুভবে এ ফাল্গুনে ।
মনের দুয়ারে এলেই যখন
ঘরের দুয়ার খুলে দিয়ে
দাঁড়িয়ে থেকো না কাছে এসো
সকল দ্বিধা ভুলে গিয়ে
এই কি প্রথম দেখেছি আমি
অনেক রঙের মেলা ।।