ঝিরিঝিরি হাওয়া মিটিমিটি তারা
আবেশে হৃদয়ে
দোল দোল দোলা লাগে
রুমঝুম তালে তালে ।।


নীল নীল এই জোছনাতে হাতে হাত রেখে
চঞ্চল মন যাক না ভেসে অজানায়
স্বপ্নে বিভোর হয়ে ছন্দ মাধুরী লয়ে
সোহাগে হৃদয়ে ।।


ঝিলমিল এই পরীর দেশে চোখে চোখ রেখে
উচ্ছল হয়ে যাই না ভেসে আকাশে
মেঘের বাসর ছাড়িয়ে যাবো মোরা হারিয়ে
খুশিতে হৃদয়ে ।।