ঝিলমিল ঝিলমিল করবে রাত
মেহেদি রাঙা হবে হাত
একদিন ঘরের দুয়ারেতে আসবে রে বারাত ।।
মাথায় টিকলি হাতে চুরি নাকেতে নোলক
মায়া ভরা মুখে থাকবে হাসিরি ঝলক
ও রূপ দেখে কারো চোখের পড়বে না পলক
বাজবে ঢোলক তাক ধুম তাক ধুম
কারো চোখে থাকবে না ঘুম
কপাল গুনে আমার এ বোন করবে বাজিমাত ।।
ঝিলমিল ঝিলমিল করছে রাত
মেহেদি রাঙা হলো হাত
প্রতিদিনই দুয়ারেতে আসে রে বারাত ।।