হৃদয় দু'চোখ মেলে চেয়ে আছে তার পানে
যে তার চোখে চোখ রেখেছিল কোনদিন
স্মরণের প্রান্তরে রেখে গেছে কিছু চিন ।।


দুটি আঁখি কথার ভারে
নুইয়ে পড়েছিল আহারে
লাজুক লাজুক সেই ভীরু চাউনি
আজো মোর দু'চোখে হয়নি বিলীন ।।


দূরে গেলে ভুলে যদি যেতে হয়
কাছে আসা তবে সেকি অভিনয় ।


আজো মোর বীণার তারে
কতো সুর বাজে ঝরে আহারে
মুকুল মুকুল সেই বকুল গুলি ‌
সেই সুরে আর হয় কি রঙিন ।।