হাজার বছর ধরে কতো সাধনায়
তোর মতো একটি ছেলে মায়ের বুকে পায়
মানিক আয়রে কাছে আয়
যাদু আয়রে কাছে আয় ।।
হাসিমাখা কচি মুখ কতো সুন্দর
সুখে সুখে ভরে দিলি ছোট্ট এ ঘর
বুকের পাঁজরে আড়াল করে
রাখবো ধরে তোরে স্নেহের ছায়ায় ।।
এতো সুখ সইবে কি লাগে মনে ভয়
স্বপ্নের দিনগুলি ফাঁকি যদি হয়
সোহাগে আদরে লিখে পড়ে
দামী মানুষ হবি রে তুই এই দুনিয়ায় ।।