হাত ধরে মোরে নিয়ে চলো
ওগো রূপ কথার সেই দেশে ।।


অলিরা যেখানে বাজাবে বাঁশি
মাধবী সেখানে ছড়াবে হাসি
নদী হয়ে চলো সেখানে ভাসি
বাঁধন ছাড়িয়ে দু'কূল ছাপিয়ে
মোহনাতে নদী যেথা মেশে ।।


পাখিরা কইবে ভালোবাসার কথা
দখিনা শোনাবে প্রেমেরও গাঁথা
সে দেশে থাকবে না কোনো ব্যথা
সুরের চাওয়াতে জীবনের পাওয়াতে
এক হয়ে যাবে যে অবশেষে ।।