হাত ভরা চুরি চাই, রঙ্গীলা শাড়ি শাড়ি চাই
সাত নড়ি হার যদি না-ই দিলে
বোন বিয়ে দেবো না ।
দামী একখান ঘড়ি চাই, চার চাক্কার গাড়ি চাই
বউ রাখার বাড়ি যদি না-ই দিলে
বোউ তুলে নেবো না ।।
বোনটি আমার রূপবতী গুনের সীমা নাই
রূপের গুনের কদর জানে আমার লক্ষ্মী ভাই
সারাদেশে এমন মেয়ে খুঁজে পাবে না ।।
ভাইটি আমার বড় একা আপন কেহ নাই
সুখে দুখের সঙ্গী হতে বোনকে দিলাম তাই
হাসি মুখে ভুলে যাবি সকল বেদনা ।।
গাড়ি বাড়ির দরকার নাই
শাড়ি চুড়ির দরকার নাই
চির সুখী হয়ে তারা রয় যেন
এইটুকু কামনা ।।