ঘুরে এলাম কতো দেখে এলাম
অশান্ত মনে আমি ছুটে গেলাম
ঘুরে এলাম কতো দেখে এলাম
আমার গাঁয়ের মতো তবু দেখিনি
আহা সে যে আমার জন্মভূমি ।।
দূর আকাশের পান্থ পাখি
নীড় ছেড়ে চলে যায়
অস্ত বেলায় আবার ফেরে
আপন ঠিকানায়
তেমনি তো তাই ঘর ছাড়া মন
রইতে পারিনি ।।
ও নদী রে আঁকাবাঁকা পন্থ বাইয়া
কতোই দেশে যাও
কইবার নিরে পারো বন্ধু দেখছো নি রে কোথাও তুমি
এমন সোনার গাঁও ।
এই যে মাটি এই বনানী
কতো আপন মনে হয়
এই পৃথিবীর আর কিছু তো
মায়ের মতো নয়
জন্মভূমি মাগো তোমায়
ভুলতে পারিনি,
তুমি আদরের জন্মভূমি ।।