গান বুঝি থেমে যাবে একটু পরে
মান করে থেকো না
থেকো না, থেকো না আর যে দূরে ।।


ধানসিঁড়ি নদীটির মত্ত তরঙ্গে
ক্ষতি নেই ঢেউ যদি লাগে এসে অঙ্গে
নিদ ভাঙা ফাগুনের অলসরে ।।


ধুপ রাঙা পাখাতে দুষ্টু বিহঙ্গ
অনুরাগে নিয়েছে প্রেয়সীরো সঙ্গ
নির্জনে সাজানো অলঙ্কারে ।।