এলেই যখন আরো কিছুক্ষণ
আগেই তুমি ওগো আসতে নাহয়
তোমাতে আমাতে বলাবলি করে
নাহয় যেতো আরো কিছুটা সময় ।।


আরো ভালো হতো নাকি
যদি শুধু দুটি আঁখি
চেয়ে চেয়ে করে যেতো কিছু সঞ্চয় ।।


এলে যখন নিরব হয়ে থাক কথা থাক
অকারণে প্রহরটুকু যাক বয়ে যাক ।


যদি এতো কথা লয়ে
মন ছোটে নদী হয়ে
কোনো বাঁধা দিও নাকো ওগো মনোময় ।।