একটু সময় দিলে নাহয়
আমায় তুমি শুধু ঋণ
শুনবো কিছু আর বলবো কিছু
তাই তো ভাবি নিশিদিন ।।
এমন অনেক কথা আছে
বলেও হয়না শেষ
যেমন থাকে গানের শেষে
সুরের কিছু রেশ
তেমনি সুরের বন্ধনে মন
হয়ে গেছে রঙিন ।।
দিগন্তে ঐ মাটির বুকে
আকাশ যেথায় মেশে
তুমি আমি চলো দু'জনে
স্বপ্নের সেই দেশে
নদীর মতন দূর অজানায়
হয়ে যাবো বিলীন ।।