একটি কথা হয়নি বলা
বলি বলি করে
একটি চিঠি হয়নি লেখা
কোনো অবসরে ।।


প্রশ্ন চোখে তুমি কতো এসে
দাঁড়িয়ে ছিলে তুমি হেসে হেসে
বলার আগেই হঠাৎ করে
গেলে তুমি সরে ।।


স্বপ্ন ছিলো কতো আমার মনে
মগ্ন ছিলাম তারই শিহরণে
কন্ঠ পাখি মুখর ছিলো
অনেক সুরে সুরে ।।