একটি বছর আগে সে এক অন্ধ রাতে
চন্দ্র ছিলো শুক্লাদশীর
তুমিও ছিলে আমিও ছিলাম
শান্ত ছিলো পান্থ পাখির নীড় ।।


তোমার আমার ভাবোনাতে
একই আকাশ ছিলো
তোমার আমার অঙ্গনে
একই বাতাস ছিলো
কন্ঠে ছিলো ওগো অনেক কথার ভিড় ।।


একটি বছর পরে সেই আমি
আবার হলেম একা
মিটিয়ে গেলো চন্দ্র কলার
সব কটি তার রেখা ।


তোমার আমার ভাবোনাতে
ছন্নছাড়া জাগে
তোমার আমার স্বপ্নেতে
দীর্ঘ নিঃশ্বাস লাগে
কন্ঠ হারা হলো ওগো অনেক কথার ভিড় ।।