একটা টাকা দিয়া যান
আমি গরীব ইনসান
আখেরাত সওয়াব পাইবেন পাহাড় সমান ।।


জনম দুখী কপাল পোড়া আমি অন্ধ কানা
ভিক্ষা ছাড়া আর কোনো পথ নাইরে জানা
বেশি প্যাচাল পাইরো না বাজান
উঠবো হাঁপানির টান ।।


ভিক্ষা যদি না-ই দিবেন গরম দেখান ক্যান
ভাবখানা সোনার গাঁয়ের জমিদার য্যান
বাড়াবাড়ি করিস না মাগো
সাহেব ও যে পোলাপান ।।


দু'চারানা ভিক্ষার দিন এখনতো আর নাই
দশ বিশ টাকা ছাড়াও ডলার পাউন্ড চাই
এতো ডিমান্ড করিস না মাগো
নগদ যা পাস ঘরে আন ।।