একি কলিকাল যার বুঝিনা হালচাল
ছেলে মেয়ে সব হায়রে বড়ই বেসামাল ।।


সাচল সুরত দেখে কেবল মনে হয়
দাঁড় কাকেরা যেন ময়ূর সেজে রয়
নকল জামানায় হায় আসল চেনা দায়
দেশে কি পড়লো আকাল ।।


বুঝিনা তো কিছু শহর না জঙ্গল
উল্লুক ভাল্লুক আমি এই মনটাই সম্বল
ভাবি শুধু তাই কেউ করলো না যাচাই
হায়রে মোর একি কপাল ।।‌