এক অন্তবিহীন স্বপ্ন ছিলো
গানে ভুবন ভরিয়ে দেবো
ব্যর্থ আশার এই তিক্ত দাহন
ভাবিনি তো আমি পাবো ।।
এই কন্ঠে নিয়ে সুরেরই জ্বালা
আমি তো চলেছি ফিরে
কোনোদিন আর গাইবো না গান
তোমাদের আসর ঘিরে
পাষাণে আমার লেখো না এ নাম
যখন আমি চলে যাবো ।।
এই গানের মেলায় উড়িয়ে ছিলাম
কতো না জয়েরই মালা
বিদায় বেলায় এলো আবার
অশ্রু ঝরার পালা
সকল ব্যথার প্রদীপ জ্বেলে
আড়াল হয়ে দূরে রবো ।।
কতো গান ঝরে যাবে নিরবে
তারে আর মনে রেখে কি হবে
মনে রেখো শুধু তার শেষ গান ।।