এই কোথাও আঁধার এই কোথাও আলো
আলো আর আঁধারের এই যে খেলা
যুগ যুগ যুগ যুগ চলছে
হায় চলবে চলবে সারা বেলা ।।
এখানে সবাই ভালো সকলেই মুখোশধারী
চোখ দেখে মনে যে হয় কতো না গোবেচারী
আসলে ফন্দি করে হৃদয় বিহীন
ঝোপ বুঝে কোপ মারে দিন রাত দিন
দিন রাত,রাত দিন স্বার্থ নিয়েই সব হয় উতলা ।।
এখানে আশার পিছে সকলেই বিভোর থাকে
স্বপনের মরীচিকা হাতছানি দিয়ে ডাকে
আলোর ঝলক লেগে দু'চোখ ধাধে
ভুল করে অগোচরে পড়ছে ফাঁদে
ফাঁদে পড়ে পায় সে যে ভাগ্যের পাওনা অবহেলা ।।