এই কি এসেছে জীবনে প্রথম ফাল্গুনী
বনে নয় আর, মনে যেন
অজানা পাখির গান শুনি ।।


দখিনা দিয়েছে দুয়ার খুলে
সুরভী লেগেছে মালার ফুলে
স্বপ্ন রঙিন চাওয়া পাওয়া নিয়ে
কতো না আশার জাল বুনি ।।


ওগো বাতাস বলো বলো
কেন এতো আয়োজন
হৃদয়ের ছায় নেমে এলো
শত নিবিড় শিহরণ ।


বাঁশরি বেজেছে আমার দ্বারে
কন্ঠ সেজেছে গানের হারে
সে কি এলো আজ যার পথ চেয়ে
দিনে দিনে কাল গুনি ।।