এই বাসর প্রদীপ ম্লান হলো যে
তোমার ওই রূপের কাছে
ওই কপল দেখে লাজে গোলাপ
নিরব হয়ে যেন আছে ।।


রেশমী চুলে মিষ্টি হাওয়ায়
লুকোচুরি যেন খেলে
কাজল আঁখি পদ্ম কলির
পাপড়ি হয়ে যেন দোলে
চপল আঘাতে ।।


তোমার পায়ে কৃষ্ণচূড়া  
আলতা হয়ে যেন হাসে
বৃষ্টি ভেজা অঙ্গে তোমার
আকাশ যেন গেছে মিশে
সোনার কাঁকন তোমার হাতে হার মেনেছে ।।