দুটি পাতা একটি কুঁড়ি, তুমি আমি আর কেয়া
সুখেরই সাগরে মোরা ভাসাবো খেয়া ।
বাবা ভালো, মাও ভালো
আমি নাকি দু'জনেরই চোখেরই আলো ।।
জানিনা আমি জানিনা কোথায় কখন কোন ফাগুনে
তোমায় পেয়েছি আমি কপাল গুনে
জানিনা আমি জানিনা কোথায় কখন কোন লগনে
লিখেছি তোমার নাম আমার মনে
সেই থেকে শুরু হলো দেয়া নেয়া ।।
বুঝিনা আমি বুঝিনা আমার মনের মরুভূমি
প্রেমে সাজল করে দিলে তুমি
বুঝিনা আমি বুঝিনা তুমি ওগো এতো দামী
তোমায় পেয়েছি বলে ধন্য আমি
সুখে দুখে পাশে থেকো মরমিয়া ।।