দুষ্টু পাখির দুষ্টুমি আর সয়না রে
পাখি কেনো মনের কথা কয়না রে
ডাকে পাখি কুহু কুহু কেনো যে মুহুমুহু
সে ডাক শুনে ভাবনা আমার
শেষ কখনো হয়না রে ।।
পায়রা গুলো ডাকিস নে বাক বাকুম
ভোর না হতেই ভাঙে কেনো তোদের ঘুম
যা যা যারে উড়ে যারে আমায় একা থাকতে দে
কীযে করি ভেবে মরি জ্বালা তো আর সয়না রে ।।
কান্না করে সবুজ হলো ঘুম লতা
ঘোমটা দিয়ে বলে হাওয়ার রূপকথা
সে কাহিনী আমি জানি শুধু কিছুই বলবো না
ভীরু আশা ভালোবাসা গোপন তবু রয়না রে ।।